জাতীয়

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

ঢাকা, ২৬ নভেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তার নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনা এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হন। আর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই বছরের ৯ জুলাই মৃত্যুবরণ করেন আরেক সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর ২০২১ সালের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরু। এই তিন পদে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে জায়গা দেওয়া হয়।

সবশেষ গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মুত্যৃতে সভাপতিমণ্ডলীর সদস্যের আরেকটি পদ শূন্য হয়। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর এক মাস আগেই এ শূন্যপদে সিমিন হোসেন রিমিকে আনা হলো।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ নভেম্বর ২০২২

Back to top button