জাতীয়

কাগজসহ সব মুদ্রণ উপকরণের দাম কমানোর আহ্বান ব্যবসায়ীদের

ঢাকা, ২৩ নভেম্বর – কাগজসহ সব ধরনের মুদ্রণ উপকরণের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতি।

সমিতির সভাপতি দেওয়ান মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মুদ্রণ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মুদ্রণ উপকরণ যেমন- কাগজ, কালি, বোর্ড, ফিল্ম, কেমিক্যাল, প্লেট ও অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণের ক্রমাগত মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় এ পেশার সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সমিতির নেতারা বলেন, মুদ্রণ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এ পেশা ও শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ ব্যবসায়ীর পক্ষে ব্যবসা পরিচালনা করা দুরূহ হয়ে উঠেছে। যা একদিকে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত করছে, অন্যদিকে লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী সর্বস্বান্ত হচ্ছে।

এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এসব মুদ্রণ উপকরণের মূল্যহ্রাসসহ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল করাতে জরুরি পদক্ষেপ নিতে জোর দাবি জানান মুদ্রণ ব্যবসায়ী সমিতির নেতারা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৩ নভেম্বর ২০২২

Back to top button