জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২২ নভেম্বর – রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিব নাথ রায়। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে আবদুল হামিদ এ সম্পর্ক আরও জোরদার করতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২২ নভেম্বর ২০২২

Back to top button