ইউরোপ

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় হামলা চালালো রাশিয়া

মস্কো, ২২ নভেম্বর – ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে অবস্থিত একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে রোববার এ তথ্য জানিয়েছে। এ কারখানায় তুরস্কের বাইরাকতার অ্যাটাক ড্রোনও উৎপাদন করা হতো। খবর আনাদোলুর।

এতে বলা হয়েছে, রাশিয়ার বিমানবাহিনী জাপোরিঝিয়া শহরের ইউক্রেনের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার ওপর নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে।

এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গিবিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

তবে ওই কারখানার ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে বলে ধারণা করা হয়।

বিমান হামলায় জাপোরিঝিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল করার কারখানাসহ একটি গোলাবারুদের গুদাম ধ্বংস হয়ে গেছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২২ নভেম্বর ২০২২

Back to top button