কুমিল্লা

ভবন না থাকায় খোলা আকাশের নিচে পাঠদান

কুমিল্লা, ২২ নভেম্বর – কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন না থাকায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান।এর ফলে বিদ্যালয় ছেড়ে চলে গেছে অর্ধেক শিক্ষার্থী।

স্কুল সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় মুরাদনগর উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক যুগেরও বেশি সময় ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বেশিরভাগ কক্ষের ছিল না দরজা-জানালা। নিয়মিত খসে পড়ত পলেস্তারা।

২০১৩ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নয় বছর পেরিয়ে গেলেও নতুন ভবন পায়নি শিক্ষার্থীরা। তাই খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বনলতা জানায়, স্কুল ভবন না থাকায় তাদের রোদ ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট হয়। পঞ্চম শ্রেণির অন্তরাও জানায়, ভবন না থাকায় তাদেরও অনেক কষ্ট হয়। অন্তরাসহ স্কুলের সকল শিক্ষার্থী স্কুলে শীঘ্রই একটি নতুন ভবন নির্মাণের দাবি করে।

স্কুলের প্রধান শিক্ষক সুমিত্রা পাল বলেন, ‘ভবন সংকটে শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছে। ৪শ ছাত্র-ছাত্রী থেকে এখন আছে মাত্র ১৮০ জন। অনেক চেষ্টা করেও কোনো ভবন পাচ্ছি না।’

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার বলেন, ‘আমরা মা সমাবেশ এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। ভবন পেতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনী বলেন, ‘স্কুলের শিক্ষার্থী অর্ধেকে নেমেছে। একটি ভবন খুবই জরুরি হয়ে পড়ছে। নতুন ভবন বরাদ্দ পেতে সকল প্রকার সহযোগিতা করা হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, ‘মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছি। অল্প সময়ের মধ্যে ভবনটি করা হবে।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ নভেম্বর ২০২২

Back to top button