ফুটবল

৭১ মিনিটেই ইংল্যান্ডের ৫ গোল

দোহা, ২১ নভেম্বর – কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইরানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ইংল্যান্ড ফুটবল দল। ৬০ মিনিটের মধ্যেই ইরানের জালে ফালি পূর্ণ করে ফেলেছে ইংলিশরা। তবে অবশ্য ১ গোল হজমও করে ফেলেছে গ্যারেথ সাউদগেটের শিষ্যরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ মিনিট শেষে ইংল্যান্ড ৫-১ গোল ব্যবধানে এগিয়ে আছে ইরানের বিপক্ষে। তবে ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটিই করেছে ইরান।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ইরানকে চাপে রেখেছিল ইংল্যান্ড। প্রথমার্ধ শেষেই ৩-০ গোল ব্যবধানে এগিয়ে গিয়েছিল হ্যারি কেইনরা। যেখানে গোল করেছেন জুড বেলিংহ্যাম, বুকাইয়ো সাকা এবং রহিম স্টার্লিং।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোল পেয়েছেন সাকা। ম্যাচের ৬২তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফুটবলার।

গোলের হালি পূর্ণ করার পর একটি গোল হজমও করে ইংলিশরা। ম্যাচের ৬৫তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে বল নিয়ে ভেতরে ঢুকেন গোলিজাদেহ। সেখান থেকে মেহদি তারেমিকে বল দিলে দারুণ শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার।

সূত্র: আর টিভি
এম ইউ/২১ নভেম্বর ২০২২

Back to top button