বলিউড

তিন দিনে কত আয় করেছে অজয়ের ‘দৃশ্যম টু’

মুম্বাই, ২১ নভেম্বর – চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত শুক্রবার মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে। গত তিন দিনে বেশ ভালো আয় করেছে সিনেমাটি।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদেন জানিয়েছে, শুক্রবার সিনেমাটি আয় করেছে ১৫.৩৮ কোটি রুপি, শনিবার ২১.৫৯ কোটি রুপি ও রোববার আয় করেছে ২৭.১৭ কোটি রুপি। যার মোট আয় ৬৪.১৪ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকরা আগেই বলেছিলেন, শনিবার ও রোববার ছুটির দিন থাকায় ‘দৃশ্যম ২’ সিনেমার ব্যবসা বাড়বে। আর বক্স অফিসে তেমনটাই ঘটেছে।

বক্স অফিস রিপোর্ট নিয়ে টুইটারে তরণ আদর্শ লিখেছেন, সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিন টিকিট বিক্রি বেড়েছে ৪০.৩৮ শতাংশ, তৃতীয় দিনে ২৫.৮৫ শতাংশ। ২০২২ সালে হিন্দি সিনেমার মধ্যে প্রথম সপ্তাহে আয়ের দিক থেকে ‘দৃশ্যম টু’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রথম দিনের আয় ছিল ৩৭ কোটি। সেই হিসেবে চলতি বছরে বড় ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার মধ্যে এটা দ্বিতীয় নম্বরে।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন।

এম ইউ/২১ নভেম্বর ২০২২

Back to top button