নাটক

আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

ঢাকা, ১৮ নভেম্বর – ২০১৫ সালে ‘আলোয় ভুবন ভরা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দীপ্ত টেলিভিশন। আজ চ্যানেলটির সপ্তম বর্ষপূতি। এ উপলক্ষে দ্বিতীয়বারের মতো দেওয়া হচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে টেলিভিশনটিতে প্রচার হওয়া একক ও ধারাবাহিক, ডাবিং সিরিয়াল ও আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।

এবারে মোট ১৯টি বিভাগে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া এবার এই সম্মাননায় যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। তিনি বলেন, ‘যে কোনো সম্মাননা কাজের প্রেরণা। সম্মানিত হতেও ভালো লাগে। দীপ্ত টিভির আজীবন সম্মাননায় ভূষিত হয়ে ভালো লাগছে।’

জানা গেছে, এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। এ ছাড়া থাকছে ব্যান্ডদল অবসকিউর ও পার্থিবের পরিবেশনা। আয়োজনটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব। পুরো আয়োজনটি আজ সন্ধ্যা ৭টা থেকে সরাসরি প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।

আইএ/ ১৮ নভেম্বর ২০২২

Back to top button