জানা-অজানা

ব্রিটিশ ভারতের ১৯২৭ সালের পাসপোর্ট

ব্রিটিশ ঔপনিবেশিক আমলের এক পাসপোর্টের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক শখের পাসপোর্ট সংগ্রাহক ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ওই ভিডিওটি।

সংগ্রাহক জানান, ১৯২৭ সালের ব্রিটিশ ভারতীয় পাসপোর্ট সেটি। মুম্বাইয়ের (তৎকালীন বোম্বের) জনৈক ডাক্তার বালাভাই নানাবতিকে দেওয়া হয়েছিল পাসপোর্টটি।

ভিডিওতে দেখা গেছে, ঘন নীল রঙের (রয়েল ব্লু) মলাটের পাসপোর্টটির কিছু অংশ মলিন হয়ে গেছে। এটির মাঝখানে রয়েছে ব্রিটিশ রাজপরিবারের প্রতীক।

ভিডিওতে পাসপোর্ট মালিকের ছবি ও স্বাক্ষর দেখিয়ে বলা হয়, পাসপোর্টটি ১৯৩২ সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। ক্যাপশনে লেখা, ‘১৯২৭-৩২ সালের ব্রিটিশ ঔপনিবেশিক ভারতীয় পাসপোর্ট, যা বোম্বের বিখ্যাত এক ডাক্তারকে দেওয়া হয়েছিল। তিনি এটি দিয়ে ১৯২০ সালের শেষে ইউরোপ সফর করেছেন। ’

অক্টোবরের ২৯ তারিখ পোস্ট করা ওই ভিডিও এরই মধ্যে ভিউ পেয়েছে তিন লাখ ৭০ হাজার। লাইক কুড়িয়েছে ১৬ হাজার। মন্তব্যও করেছেন বহু নেট ব্যবহারকারী।

এক ব্যক্তি লিখেছেন, ‘এটি অত্যন্ত মূল্যবান একটি জিনিস। ডা. নানাবতি বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তিত্ব। ’

প্রসঙ্গত মুম্বাইয়ে নানাবতির নামে হাসপাতালও রয়েছে। এক ব্যক্তি ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘আমি নানাবতি হাসপাতালে কাজ করতাম। ব্যাপারটি বেশ আগ্রহোদ্দীপক। ’

চতুর্থ এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমি একজন ভারতীয়। কখনো এত পুরনো এবং মূল্যবান পাসপোর্ট দেখিনি। আপনি দারুণ কাজ করেছেন। ’

ভিডিওটি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেটির নাম ‘পাসপোর্ট গাই’।

আইএ/ ১৮ নভেম্বর ২০২২

Back to top button