জাতীয়

কমনওয়েলথের অ্যাকশন গ্রুপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান

ঢাকা, ১৮ নভেম্বর – জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখায় কমনওয়েলথের ‘ব্লু চার্টারে’র অধীনে গঠিত ‘অ্যাকশন গ্রুপে’ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বান জানান কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

বুধবার (১৭ নভেম্বর) মিসরের শারম আল শেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ সেক্রেটারি। বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭) উপলক্ষে তারা মিসরে রয়েছেন। সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক হয়।

ব্লু-চার্টার কমনওয়েলথ দেশগুলোকে সমুদ্র সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে সহায়তা করে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে স্বাগত জানান।

একই সঙ্গে মন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি বা স্কলারশিপের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৮ নভেম্বর ২০২২

Back to top button