সংগীত

প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ

সম্মানজনক সংগীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটির ‘জাগো পিয়া’ গান।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৫তম আসরে অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুওয়াত’ নামে তাঁদের অ্যালবাম মনোনীত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো আয়োজনে মনোনীত হলো।

‘জাগো পিয়া’ গানটি প্রথম ১৪২৩ সালের বাংলা নবর্ষ উপলক্ষে বার্কলি কলেজ অব মিউজিক থেকে প্রকাশিত হয়।

‘জাগো পিয়া’ লিখেছেন নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তাঁরই মেয়ে আরমিন মুসা। নাশিদ কামাল একজন প্রখ্যাত বাংলাদেশি কণ্ঠশিল্পী, লেখক ও অধ্যাপক।

আরমিন একজন প্রখ্যাত বাংলাদেশি গায়ক-সুরকার; যিনি ‘ভ্রমর কইও’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। বার্কলি কলেজ অব মিউজিক থেকে আরমিন তাঁর স্নাতক সম্পন্ন করেন।

২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ড আসর বসবে।

গানটি শুনতে পারেন

এম ইউ/১৬ নভেম্বর ২০২২

Back to top button