ফুটবল

কখনও কখনও মনে হয় যদি এত ‘ফেমাস’ না হতাম

বুয়েনোস আইরেস, ১৫ নভেম্বর – ক্রিস্টিয়ানো রোনালদোর এক সাক্ষাৎকার ঘিরে পুরো ফুটবল বিশ্ব এখন তোলপাড়। ক্লাব, সাবেক ও বর্তমান কোচ ও সাবেক সতীর্থ, সবাইকে নিয়েই নেতিবাচক মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা।

এমন সময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কণ্ঠে শোনা গেল ভিন্ন কিছু।
আর্জেন্টিনার টিভি প্রোগ্রাম ইউনিভার্সো ভালানদোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। যেখানে উপস্থাপক হোর্হে ভালানদো তাকে মনে করিয়ে দেন সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোর করা, ‘পাঁচ মিনিটের জন্য মেসি হয়ে যাওয়াও হবে পাগলামি…’ মন্তব্য।

এরপর আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘মেসি হওয়ার কিছু খারাপ দিক আছে, আমার কখনও কখনও মনে হয় যদি এত জনপ্রিয় না হতাম। আমি আকর্ষণের কেন্দ্রে থাকতে পছন্দ করি না অথবা মনে হয় না মানুষ আমার দিকে তাকিয়ে থাকুক। কিন্তু আমি এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি। ’

অনেক অল্প বয়সেই মেসিকে ছেড়ে আসতে হয়েছিল আর্জেন্টিনা। তবুও নিজের দেশ ছেড়ে আসার আগে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন তিনি, ‘রাস্তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি আর্জেন্টিনা অনেক অল্প বয়সে ছেড়ে এসেছি। কিন্তু এর আগেই অনেক কিছু শিখেছি। ’

‘আমি আমার বাবাকে বলেছিলাম আমাদের এমন কিছু করতে হবে যেন আর্জেন্টিনার মানুষ জানে এখানে (বার্সেলোনায়) আছি। আমি বয়সভিত্তিক দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছি আর তারা আমাকে জেনেছে। আমি সেখানে থাকতে চেয়েছি, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে। ’

পেলে থেকে ডিয়েগো ম্যারাডোনা হয়ে এখনকার লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্ব অনেক ব্যক্তিগত নৈপুন্য দেখানো ফুটবলারকেই খুঁজে পেয়েছে। তবে ভবিষ্যতে এমন কিছু দেখা যাবে কি না, এ নিয়ে সংশয় আছে খোদ লিওনেল মেসিরই।

তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস ফুটবল অনেক বদলে গেছে। এখন ভিন্ন ধাচের ফুটবলার দেখা কঠিন, অথবা সাধারণ কিছুর বাইরের। কারণ অল্প বয়সেই তারা আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে খেলতে বাধ্য করবে। আমার মনে হয় খেলা অনেক বদলে গেছে। ফুটবল সামনে আরও টেকটিক্যাল খেলা হবে। ’

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৫ নভেম্বর ২০২২

Back to top button