জাতীয়

প্রতিবাদের অক্ষর কলাপাতায়, শিক্ষা ও বাণিজ্যমন্ত্রীর অপসারণ দাবি

ঢাকা, ১৪ নভেম্বর – কাগজসহ অবিলম্বে শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দাম কমানো না হলে সর্বাত্মক আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে কাগজসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন হুশিয়ারি দেন সংগঠনটির নেতারা। কাগজসহ শিক্ষা উপকরণের দাম নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তাদের অপসারণের দাবি করেন তারা।

এসময় তাদের হাতে কলাপাতা, কচুপাতায় বিভিন্ন স্লোগান সম্বলিত লেখা দেখা যায়।
সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সদস্য সাইফ রুদাদের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক মাহিন শাহরিয়ার রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কাজী রাকিব হোসাইন, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস।

সমাবেশে দীপক শীল বলেন, ‘করোনার কারণে শিক্ষার ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। মূল্যস্ফীতির কারণে খাদ্যের, নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়টি যেভাবে আলোচনায় আসে, শিক্ষা উপকরণের দাম বাড়ার বিষয় সেভাবে আলোচনায় আসে না। নিম্নবিত্ত পরিবার সন্তানেরা পড়াশোনা চালাতে নিরুৎসাহিত হচ্ছে, এমনকি পড়াশোনা বন্ধ করার মতো সিদ্ধান্তও নিচ্ছে। ‘

তিনি আরো বলেন, ‘বইয়ের পাশাপাশি শিক্ষার জন্য অপরিহার্য শিক্ষার বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। মাত্র পাঁচ-ছয় মাসের ব্যবধানে এসব উপকরণের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এবং কোনো কোনো উপকরণে দাম বেড়েছে দ্বিগুণ পর্যন্ত। এতে দেশের মধ্যবিত্ত শ্রেণির ওপর যেমন বাড়তি চাপ পড়ছে, তেমনি অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ারও উপক্রম হয়েছে। আজকের সমাবেশ থেকে আমরা দাবি জনাই কাগজ কলমসহ সকল শিক্ষা উপকরণের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। ‘

সভাপতির বক্তব্যে সাইফ রুদাদ বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, টাকা যার শিক্ষা তার এই নীতি মানি না। সকল শিক্ষা উপকরণের দাম কমানো এবং শিক্ষার ব্যয় সংকোচনের দাবি জানাই। শিক্ষা উপকরণের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ শিক্ষামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে অপসারণ করতে হবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে সর্বাত্মক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে। ‘

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৪ নভেম্বর ২০২২

Back to top button