এশিয়া

মালয়েশিয়ায় আকস্মিক বন্যা, সরানো হয়েছে হাজারো মানুষ

কুয়ালালামপুর, ১৪ নভেম্বর – মালয়েশিয়ায় আকস্মিক বন্যার কারণে দুই হাজারের বেশি লোককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উত্তরাঞ্চলের কেদাহ রাজ্যের বিরোধী দলীয় এমপি মাহফুজ ওমর বলেন, ‘প্রধানমন্ত্রী বর্ষা মৌসুমে নির্বাচনের আয়োজন করে ভোটারদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মালয়েশিয়াজুড়ে ভারী বৃষ্টিপাতে আমি সত্যিই শঙ্কিত।

দেশটির আবহাওয়া বিভাগ আগামী শনিবার পর্যন্ত বজ্রপাতসহ ঝড় এবং টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই শনিবার দেশটির ২ কোটি ১০ লাখ নাগরিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সপ্তাহান্তে এক বিবৃতিতে জানায়, মালয়েশিয়ার ছয়টি রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সংস্থাটি জানায়, দুই হাজার ৩৮৮ জন লোককে ২৫টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৪ নভেম্বর ২০২২

Back to top button