ক্রিকেট

বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ?

ঢাকা, ১৪ নভেম্বর – পর্দা নামল টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেখানে ২০১০ সালের পর দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছেন বাটলার-স্টোকসরা। আর ট্রফির খুব কাছে গিয়েও হেরে গেল পাকিস্তান।

এবারের বিশ্বকাপ জিতে মোটা অঙ্কের টাকা পকেটে পুরেছে ইংল্যান্ড। রানার্সআপ হওয়া পাকিস্তান খারাপ আয় করেনি। তবে এই আসরে অংশ নেওয়া কোনো দলকেই খালি হাতে ফিরতে হয়নি।

আসরে চ্যাম্পিয়ন হিসেবে ১৬ লাখ মার্কিন ডলার পেয়েছে ইংল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার বেশি। তা ছাড়াও সুপার টুয়েলভ পর্বে তিনটি ম্যাচে জেতার সুবাদে আরও ৪০ হাজার ডলার করে মোট ১ লাখ ২০ হাজার ডলার পেয়েছে ইংল্যান্ড। মোট পুরস্কার ১৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৭ কোটি টাকার কাছাকাছি।

পাকিস্তান ফাইনালে হেরে যাওয়ায় পেয়েছে ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানও তিনটি ম্যাচ জেতায় তারা ১ লাখ ২০ হাজার ডলার পেয়েছে। মোট অর্থ ৯ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকার কাছাকাছি পেয়েছে তারা।

এদিকে সুপার টুয়েলভ থেকে বাদ পড়া বাংলাদেশ ৭০ হাজার ডলার পেয়েছে। বাংদেশি মুদ্রায় ৭১ লাখ টাকার বেশি। এছাড়া এই পর্বে দুটি ম্যাচ জেতার সুবাদে ৪০ হাজার করে আরও ৮০ হাজার ডলার পেয়েছে। ফলে মোট অংক দাঁড়িয়েছে দেড় লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার বেশি।

প্রতিটি দলের ক্ষেত্রেই মোট পুরস্কারমূল্য পুরো দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৪ নভেম্বর ২০২২

Back to top button