বলিউড

প্রেমিকা নয়, মা-ছেলের সম্পর্ক নিয়ে পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি!

মুম্বাই, ০৯ নভেম্বর – বলিউডের আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। শিবা চরিত্র রূপায়ন করেছেন রণবীর, ইশা চরিত্রে আলিয়া। গত ৯ সেপ্টেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির দ্বিতীয় পার্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ দ্বিতীয় পার্টে শিবা অর্থাৎ রণবীরের মা অমৃতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটির প্রথম পার্টে দীপিকাকে দেখেছেন দর্শকরা। কিছুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, হাজির করেছেন কিছু প্রমাণ।

ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শিবার মায়ের চরিত্রে দেখা যায় দীপিকাকে। এ মুহূর্তের কিছু স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। তাতে দেখা যায়, ছোট্ট শিবাকে কোলে নিয়ে আছেন অমৃতা অর্থাৎ দীপিকা পাড়ুকোন। তারপরই নেটিজেনরা জোরালোভাবে দাবি করছেন—‘ব্রহ্মাস্ত্র টু’ সিনেমায় বাস্তবের প্রেমিকের মা হতে যাচ্ছেন দীপিকা!

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিনেমাটির পরিচালক আয়ান মুখার্জির সঙ্গে যোগাযোগ করে পিংকভিলা। তাকে প্রশ্ন করা হয় ‘ব্রহ্মাস্ত্র টু’ সিনেমায় কি দীপিকা অভিনয় করছেন? জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আয়ান মুখার্জি বলেন—‘আমরা কি তাকে পার্ট ওয়ানে রেখেছি?’ তারপর নেটদুনিয়ায় ভাইরাল হওয়া স্থিরচিত্র দেখানো হয়ে পরিচালককে। ছবি দেখে এই নির্মাতা বলেন—‘ছবিটি পরিষ্কার নয়। আমি অভিনেত্রীর মুখ দেখতে পাচ্ছি না।’

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। এ জুটির প্রেম কাহিনি বলিউডের কারো অজানা নয়। এই যুগলের রোমান্স টিনসেল টাউনের সবারই খুব পছন্দ ছিল। অন্যান্য সম্পর্কের মতো নয়, বরং রণবীর-দীপিকার সম্পর্ক বেশ জোরদার ছিল। গুঞ্জন শোনা যায়, তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। একসঙ্গে অনেক সিনেমায় কাজও করেন তারা, যা বক্স অফিসেও সফল হয়। কিন্তু কী কারণে ভেঙে যায় এই জুটির প্রেম তা এখনো অজানা।

এম ইউ/০৯ নভেম্বর ২০২২

Back to top button