জাতীয়

যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে

ঢাকা, ০৯ নভেম্বর – বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ যথাসময়ে শেষ সমন্বিতভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। সব মিলিয়ে কাজ সন্তোষজনক। তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ যথাসময়ে বা দ্রুত সময়েই শেষ হওয়ারর প্রত্যাশা।’

বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।’

তিনি আরও বলেন, ‘কাজ চলমান আছে। কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।’

ভারতের তিনটি কোম্পানি সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে। মূলত কোম্পানি তিনটির কাজে গতি না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আগামী বছর রূপপুর কেন্দ্রর কোজ শেষ হবে। এর মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ না হলে রূপুপর কেন্দ্র বসে থাকবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৯ নভেম্বর ২০২২

Back to top button