জাতীয়

ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে গণসমাবেশের অনুমতি পেলো বিএনপি

ঢাকা, ০৮ নভেম্বর – ফরিদপুরে শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন স্কুল মাঠে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আগামী ১২ নভেম্বর এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশ করার অনুমতি মেলার পর মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে মাঠ পরিদর্শন করেছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়ক ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান, বাংলাদেশ মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, বরিশালে বিভাগের গণসমাবেশের মতো ফরিদপুরের সমাবেশেও সাধারণ মানুষের ঢল নামবে। একইসঙ্গে নতুন ধরা সঞ্চারিত হবে আন্দোলনে। পলো গ্রাউন্ড থেকে যে আন্দোলনে শুরু হয়েছিল আগামী ১০ ডিসেম্বর তীব্র থেকে তীব্রতর হয়ে তা ঢাকার সমাবেশের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ হবে। আগামী ১০ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে নতুন ধারা সূচিত হবে রাজনীতিতে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৮ নভেম্বর ২০২২

Back to top button