শিক্ষা

সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে রাবি অধ্যাপকের মৃত্যু

রাজশাহী, ০৮ নভেম্বর – সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার সরকার মারা গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে তিনি মারা যান।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক শহীদ ইকবাল বলেন, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোরে তিনি মারা যান।

তিনি আরও বলেন, সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রয়াত অধ্যাপক সুজিত কুমার সরকারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতেই থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

এদিকে অধ্যাপক সুজিত কুমার সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এক শোকবার্তায় মেয়র তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৮ নভেম্বর ২০২২

Back to top button