ঢালিউড

প্রথমবার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নিরব

ঢাকা, ০৭ নভেম্বর – বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। এরইমধ্যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘স্পর্শ’। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত।

নায়ক চূড়ান্ত হলেও ছবিটিতে নায়িকা কে হচ্ছেন – তা এখনো চূড়ান্ত হয়নি।

নিরব বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নির্মাণের যে নীতিমালা; সেই নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো অনন্য মামুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এর আগে তার ‘কসাই’ ও ‘অমানুষ’ ছবিতে কাজ করেছি’।

অনন্য মামুন বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হলেও নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বাংলাদেশ নাকি ভারত থেকে নায়িকা নির্বাচন করা হবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছবিটির ক্যামেরা অন হবে।’

বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে অ্যাকশন কাট এন্টারটেইনম্যান্ট ও ভারত থেকে আছে রোল ক্যামেরা অ্যাকশন।

আইএ/ ০৭ নভেম্বর ২০২২

Back to top button