আইন-আদালত

গরু চুরি, ছাত্রলীগ নেত্রী বাবলীর জামিন নামঞ্জুর

ঢাকা, ০৬ অক্টোবর – ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তার। এ বিষয়ে আদলতে জামিনের আবেদন করলে, তা নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে নামঞ্জুর করেন।

গরু চুরি মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম গত ৩ নভেম্বর বাবলীকে আদালতে হাজির করেন। এ সময় তাকে কারাগারে আটক রাখতে আদলতে আবেদন করেন আশরাফুল। আদালত আবেদন মঞ্জুর করে বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে, গত ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই ঘটনায় সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, কিছু দিনের মধ্যে ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেন। পরে এই মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা আছে বলে দাবি করে পুলিশ। গরু চুরির পর বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হত এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হত।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি।

সূত্র: আরটিভি
এম ইউ/০৬ অক্টোবর ২০২২

Back to top button