‘সবসময় মনে করবেন আপনি একদম ঠিক কাজ করছেন’
কলকাতা, ০৬ অক্টোবর – টালিউডে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডে নিজেকে বিতর্কে জড়ান এ অভিনেত্রী। সমালোচনাকে কখন পাত্তাই দেন না তিনি।
ফের নতুন ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন নুসরাত।
মাথার ওপর চোখে রোদচশমা, গাঁয়ে নাইটস্যুট, ভিডিওতে একেবারে নো মেপআপ লুকে ধরা দিয়ে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই। তাই সবসময় মনে করবেন আপনি একদম ঠিক কাজ করছেন।’
হিন্দুস্তান টাইমসের খবরে উল্লেখ করা হয়, নুসরাত ও বিতর্ক একসঙ্গে হাত ধরাধরি করে চলে। পার্কস্ট্রিট কাণ্ডে, বিয়ে থেকে সম্পর্ক, সন্তান প্রসব থেকে রাজনীতি কোনো ক্ষেত্রেই বিতর্ক পিছু ছাড়েনি এ অভিনেত্রী। তবে যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে লড়াই করেছেন তিনি।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্রোলের সম্মুখীন হয়েছেন নুসরাত। নেটমাধ্যমে একের পর কটাক্ষ ভরে ওঠে তার সোশ্যাল মিডিয়ার পেজে।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এ ভিডিও। এ মুহূর্তে ছেলে ঈশান এবং স্বামী যশকে নিয়ে সংসারে মন দিয়েছেন নুসরাত।
এম ইউ/০৬ অক্টোবর ২০২২