জাতীয়

আওয়ামী লীগের ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ রোববার

ঢাকা, ০৫ নভেম্বর – বিএনপি-জামায়াতের ভয়ংকর অগ্নি সন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টায় জাতীয় যাদুঘর মিলনায়তনে বিগত ২০১৩, ২০১৪, ২০১৫ সালে আন্দোলনের নামে বাংলাদেশের রাজনীতির দুই অপশক্তি বিএনপি-জামাতের ভয়ংকর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এই অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ নভেম্বর ২০২২

Back to top button