জাতীয়

বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

পটুয়াখালী, ৫ নভেম্বর – হামলার শিকার হয়েছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য। পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাহজাহান খান।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, ‘শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাচ্ছিলেন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালাযন। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি’।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি’।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৫ নভেম্বর ২০২২

Back to top button