জাতীয়
যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর
ঢাকা, ০৪ নভেম্বর – যুব মহিলা লীগের সম্মেলন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি আরও জানান, ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেন। যুব মহিলা লীগের বর্তমান সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ নভেম্বর ২০২২