লিটন দাসকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি
ঢাকা, ০৩ নভেম্বর – চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ-ভারত ম্যাচের আলোচনা যেন থামছেই না। তবে এবার সব কিছুকে ছাপিয়ে গেছে নতুন এক খবরে। ক্রিকেটাঙ্গনে নতুন খবর—লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শেষে বাংলাদেশ দলের ডাইনিং হলে কোহলি নিজেই এসে লিটনকে এই উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অ্যাডিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
জালাল ইউনুস বলেন, ‘দেখেন লিটন ক্লাসিক ক্রিকেটার। সে যেকোনো ফরম্যাটেই ক্লাসিক খেলে। টেস্ট ও ওয়ানডেতে সে ধারাবাহিক ভালো খেলে। ইদানীং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। খুব খুশি হয়েছি। আর আমরা যখন বসে ছিলাম ডাইনিং হলে, দেখলাম কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’
এর আগে গতকাল ভারতের ওপেনার লোকেশ রাহুলও ভূয়সী প্রশংসা করেন লিটনের। এই ব্যাটার জানান, ‘লিটন এমন ব্যাটিং করছিল যে তাদের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না। এমনকি লিটনের এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দিয়েছিল।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ২১ বলে ফিফটি তুলে নিয়েছিলেন লিটন দাস। তবে ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৬০ রান করে লোকেশ রাহুলের সরাসরি থ্রোয়ে ডানহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে যান। তার সাজঘরে ফেরার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বৃষ্টি আইনে ৫ রানে হার মানে বাংলাদেশ।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ নভেম্বর ২০২২