জনগণের উত্থানে দিশেহারা সরকার: ফখরুল
ঢাকা, ০৩ নভেম্বর – নজীরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের উত্থানে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাত থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাসায় বাসায় হানা, হয়রানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নজীরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেপরোয়াভাবে জুলুম-নির্যাতন চালানো শুরু করেছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় রংপুর জেলা বিএনপি’র সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন চরম দুর্ভোগে নিপতিত তখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করতে সাঁড়াশী অভিযান শুরু করেছে।
তিনি বলেন, গতরাত থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জাহান জাহান, দারুস সালাম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ৪ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ২০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিক দলের আহবায়ক আবু তাহেরকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ এবং নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেফতারের উদ্দেশ্যে হানা দিচ্ছে পুলিশ।
তিনি বলেন, নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে পরিবারের লোকজনের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। ইতোপূর্বে মিথ্যা মামলায় আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খানকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁদপুর জেলা কারাগারে কারান্তরীণ রাখা হয়েছে।
নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি অভিযান ও হয়রানি বন্ধের আহবান জানান ফখরুল।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৩ নভেম্বর ২০২২