ব্যবসা

ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ঢাকা, ০৩ নভেম্বর – ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৩ নভেম্বর ২০২২

Back to top button