সিলেট

এক সপ্তাহে সিলেটে দুই আন্তর্জাতিক ফ্লাইট চালু

সিলেট, ০২ নভেম্বর – শারজাহ পৌঁছেছেন সিলেটের ১৬৪ বিমানযাত্রী। সিলেট-শারজাহর প্রথম সরাসরি ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে গত ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়। এ নিয়ে চলতি সপ্তাহে সিলেট থেকে দুটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত ২টায় শারজাহ পৌঁছায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট পৌঁছার কথা। এরপর বেলা ১১টায় সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।

বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, এ সপ্তাহে দুটি আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের অনেক ভোগান্তি কমেছে। কারণ, শারজাহর এ ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এ ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

সূত্র: যুগান্তর
এম ইউ/০২ নভেম্বর ২০২২

Back to top button