মধ্যরাতে চমকে দিলেন শাহরুখ
মুম্বাই, ০২ নভেম্বর – ঘড়ির কাঁটা ১২ পার হয়ে গেছে। ‘মান্নাত’-এর বাইরে তখন উপচে পড়েছে ভিড়। জনসমুদ্র বলাই ভালো। কারো হাতে কেক, কারো হাতে, মিষ্টি, আরও কত উপহার কেউ বা বিশাল আকারের পোস্টার নিয়ে এসেছে।
একবার, একটি বার প্রিয় তারকা, ‘কিং’ খান শাহরুখকে দেখার আশায়। পুলিশ উৎসাহী জনতাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। ‘বাদশা’ ঠিক আসবেন, দেখা করবেন। এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষায় রয়েছেন সবাই।
বিশ্বাস ভাঙল না, শাহরুখ এলেন। মান্নাতের গেটের ঠিক সামনে বহু উঁচুতে লোহার তৈরি লম্বা ব্যালকনি। সেখানেই ছোট ছেলে আব্রামকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়ালেন। অনুরাগীদের গলায় তখন হ্যাপি বার্থ ডে গান। ভালোবাসায় ভেসে গেল ৫৭তম জন্মদিন।
আতশবাজি ফাটল, বেলুন উড়ল। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, মাথা নত করে হাত জোড় করেন, আবার কখনও চুমুও ছুড়ে দেন। শুধু শাহরুখ নন, বাবার দেখাদেখি সকলের উদ্দেশ্যে হাড় নাড়ল ছোট্ট আব্রামও। আরে এটার অপেক্ষাতেই তো এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন সকলে।
অনুরাগীরা ছবি তুলতে ব্যস্ত। শাহরুখও জনসমুদ্রর দিকে পিঠ করে দূর থেকেই সেলফি তুললেন। সেই সুন্দর মুহূর্তগুলি লেন্সবন্দি করেছে পাপারাজ্জির ক্যামেরা। সোশ্য়াল মিডিয়ায় উঠে এসেছে সেই সব ভিডিও। টুইটারেও ট্রেন্ডিং হয়ে।
আইএ/ ০২ নভেম্বর ২০২২