ক্রিকেট

জিম্বাবুয়েকে ১১৭ রানেই গুটিয়ে দিলো নেদারল্যান্ডস

অ্যাডিলেইড, ০২ নভেম্বর – সিকান্দার রাজা ঝড় তুললেন। কিন্তু সেই ঝড়ের পরও পুঁজিটা বড় হলো না জিম্বাবুয়ের। নেদারল্যান্ডস বোলারদের তোপে ইনিংসের ৪ বল বাকি থাকতে ১১৭ রানেই গুটিয়ে গেছে ক্রেইগ আরভিনের দল।

অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শুরু থেকেই একদম সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে পারে জিম্বাবুইয়ানরা।

এরপর সিকান্দার রাজা আর শন উইলিয়ামস ৪৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ২৮ করে উইলিয়ামস আউট হওয়ার পর ফের মরক লাগে জিম্বাবুয়ের ইনিংসে।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও নিজের ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন রাজা। ২৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করা এই অলরাউন্ডারকে থামান বেস ডে লিডে। শেষ পর্যন্ত ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ে।

ডাচ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পল ভেন ম্যাকেরেন। ডানহাতি এই পেসার ২৯ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার ব্রেন্ডন গ্লোভার, লভান ফন বিক এবং বেস ডে লিডের।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০২ নভেম্বর ২০২২

Back to top button