বলিউড

আজকের দিনেই পৃথিবীতে এসেছেন শাহরুখ খান

মুম্বাই, ০২ নভেম্বর – বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বে রয়েছে তার কোটি অনুসারী। আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীতে যাত্রা শুরু করেন তিনি। আজ এই কিংবদন্তির ৫৭তম জন্মদিন। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।

প্রতি বছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে এক নজর দেখতে মান্নাত-এর সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। যদিও ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ায় গতবারের প্রেক্ষাপট ছিলো ভিন্ন। তবে কি এবার বারান্দায় এসে চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়বেন কিং খান?

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।

আইএ/ ০২ নভেম্বর ২০২২

Back to top button