জাতীয়

করোনা: একজনের মৃত্যু, শনাক্ত ৯৪

ঢাকা, ০১ নভেম্বর – গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন একজনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪২৪ জন।আর নতুন ৯৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন।

সূত্র: যুগান্তর
এম ইউ/০১ নভেম্বর ২০২২

Back to top button