তিন দেশ থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত
নয়াদিল্লি, ০১ নভেম্বর – চলতি বছর ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা মোদী-শাহের রাজ্য গুজরাটে। আর তার জন্য এখন থেকেই নেমেছে দেশটির একাধিক রাজনৈতিক দল। দিল্লি থেকে একাধিকবার গুজরাটে ছুটে গিয়েছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীওয়াল। হাত গুটিয়ে বসিয়ে নেই বিজেপিও। সম্প্রতি গুজরাটে একাধিক শিল্প কর্মসূচির উদ্বোধন করেছেন মোদীও। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও চলছে জনসংযোগ ও প্রচার। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় গুজরাটের বসবাসরত তিন দেশ থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা করা হল।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫ অধীনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের এই নাগরিকত্ব দেয়া হবে বলে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান- এই তিন দেশ থেকে এসে গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বহু অমুসলিম বাস করছেন। তদের মধ্যে শুধুমাত্র যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আগে পর্যন্ত এই তিন দেশ থেকে যেসব অ-মুসলিমরা এসেছে তাদেরই নাগরিকত্ব দেয়া হবে।
ভারতীয় নাগরিকত্ব পেতে তাদের অনলাইনে আবেদন করতে হবে। সেই সব আবেদন খতিয়ে দেখবেন জেলাশাসক। সে বিষয়ে জানতে প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারে সংশ্লিষ্ট এজেন্সিগুলো। আবেদন ও জেলাশাসকের রিপোর্ট খতিয়ে দেখে নাগরিকত্ব দেয়ার বিষয়টি বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার।
এদিকে ভোটের আগে গুজরাটে নাগরিকত্ব কার্যকর করা নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিভিন্ন মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধীদলগুলো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, গুজরাটে সেতু ভেঙে পড়েছে। বিজেপির চূড়ান্ত অপদার্থতা সামনে চলে এসেছে। সেগুলি থেকে নজর ঘোরাতে এই ধরনের পদক্ষেপ। গুজরাটের সেতুর ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের পদক্ষেপের কথা হাওয়ায় ভাসানো হচ্ছে।
অন্যদিকে, এই নিয়ে বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করলেন মতুয়া মহাসংঘের নেতা তথা কেন্দ্রীয় বিমান প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, বিরোধীরা যা বলার বলুক। অত্যাচারিত মানুষ নাগরিকত্ব পাবেই।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ নভেম্বর ২০২২