জাতীয়
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১০২০ রোগী
ঢাকা, ৩০ অক্টোবর – ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০ জন।
রোববার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১৮ জন এবং ঢাকার বাইরে ৪০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৫১ জন। এর মধ্যে মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।
সূত্র: আরটিভি
এম ইউ/৩০ অক্টোবর ২০২২