উত্তর আমেরিকা

বক্তৃতায় আবারও ভুল করে আলোচনায় জো বাইডেন

ওয়াশিংটন, ৩০ অক্টোবর – গাফিলতির জন্য আবারও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট এবার দাবি করেছেন, ২০১৮ সালে ওবামাকেয়ারকে রক্ষা করতে তিনি যুক্তরাষ্ট্রের ‘৫৪টি অঙ্গরাজ্যে’ প্রচারণা চালিয়েছিলেন। গত শুক্রবার ‘পেনসিলভানিয়া ডেমোক্রেটিক পার্টির সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বাইডেন দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ার প্রতিস্থাপনের বিষয়ে প্রচারণা চালিয়েছিলেন।

কিন্তু ডেমোক্র্যাটরা ২০১৮ সালে এর বিপরীতে কঠোর প্রচারণা চালান।
বাইডেন বলেন, ‘এবং, অবশ্যই তারা (রিপাবলিকান) ৪৯৯তম বারের জন্য চেষ্টা করতে যাচ্ছেন বা সংখ্যা যা-ই হোক না কেন―তারা এখনো সাশ্রয়ী মূল্যের যত্ন আইন (অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট) বাতিল করতে বদ্ধপরিকর। তারা যদি সেটা করে, সবার জন্যই তা কোনো তামাশা নয়। ‘

তিনি আরো বলেন, ‘তাই ২০১৮ সালে যখন তারা (রিপাবলিকান) এটি করার চেষ্টা করেছিল তখন আমরা তা আটকে দিয়েছিলাম। আমরা তখন ৫৪টি অঙ্গরাজ্যে গিয়েছিলাম। ’

বাইডেনের বক্তৃতার এই ভিডিও ফুটেজটি অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনরা সমালোচনা করতে শুরু করেন। একজন লিখেছেন, ‘জো বাইডেন এখন বলছেন, যুক্তরাষ্ট্রে ৫৪টি অঙ্গরাজ্য রয়েছে। পরবর্তী বক্তৃতায় তিনি ৮১ মিলিয়ন ভোটের ব্যাখ্যা দেবেন। ’

অন্য একজন লিখেছেন, ‘জো বাইডেন বলেছেন, তিনি ৫৪টি অঙ্গরাজ্যে গেছেন। যিশু আমাদের সবাইকে সাহায্য করুন। ’

তৃতীয় একজন লিখেছেন, ‘জো বাইডেন দৃশ্যত মনে করেন যে ৫৪টি অঙ্গরাজ্য রয়েছে। এই লোকটি সম্পূর্ণ বৃদ্ধ। ’

জো বাইডেন এর আগে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানান। সে সময় তিনি সুনাকের নাম নিয়ে হোঁচট খেয়েছিলেন এবং তাকে ‘রাশি সানুক’ বলে সম্বোধন করেছিলেন।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/৩০ অক্টোবর ২০২২

Back to top button