বিরল রোগে আক্রান্ত সামান্থা, জানালেন সোশ্যাল মিডিয়ায়
হায়দ্রাবাদ, ৩০ অক্টোবর – মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু।। ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য সামান্থা নিজেই জানিয়েছেন।
হাসপাতালের বিছানা থেকে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সামান্থা। তাতে দেখা যায়, দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকা। এক হাতে চলছে স্যালাইন।
ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক মাস আগে আমার ইমিউন সিস্টেমে সমস্যা দেখা দেয়। বিরল এই শারীরিক অবস্থাকে বলে মায়োসাইটিস। ইচ্ছা ছিল, সুস্থ হয়ে বিষয়টি আপনাদের জানাব। কিন্তু আমরা প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।’
চিকিৎসকদের বরাত দিয়ে সামান্থা জানান—‘আমার চিকিৎসকরা নিশ্চিত যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। জীবনে যেমন ভালো দিন দেখেছি, তেমনি খারাপ দিনও পার করেছি। এবার মনে হচ্ছে, আর একটা দিনও পারব না। কিন্তু কীভাবে যেন সময়গুলো কেটে যাচ্ছে। এর অর্থ হতে পারে, আমি সুস্থ হওয়ার কাছাকাছি সময়ে রয়েছি।’
সামান্থা আক্রান্ত হওয়া রোগটি নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট এনএইচএস জানাচ্ছে, সাধারণত শরীরের যেসব জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে মায়োসাইটিস হয়। অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতরে কোনো জখম হলে সেখান থেকে মায়োসাইটিস হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। মায়োসাইটিস হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসা প্রক্রিয়া বেশ জটিল ও কষ্টদায়ক।
সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘যশোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। পাশাপাশি সুস্থ হলে খুব শিগগির ‘কুশি’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।
এম ইউ/৩০ অক্টোবর ২০২২