দক্ষিণ কোরিয়ায় জাতীয় শোক ঘোষণা
সিউল, ৩০ অক্টোবর – দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের নিহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এক বিবৃতিতে ইউন বলেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা। সিউলের কেন্দ্রে এ রকম একটি বিপর্যয়কর ঘটনা ঘটা ঠিক হয়নি।’
গতকাল শনিবার রাতে ইটাওন এলাকায় হ্যালোইন উৎসব উদযাপনকালে ভিড় বেড়ে যায়। একটি সরু গলির মধ্যে পদদলনের এ ঘটনা ঘটে।
ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চৈ সং-বিওম বলেছেন, নিহত ১৫১ জনের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁরা চীন, ইরান, উজবেকিস্তান ও নরওয়ের নাগরিক। তিনি আরও বলেন, আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।
দক্ষিণ কোরিয়ায় রাত সাড়ে ১০টার কিছু আগে এই পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলছেন, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা বাড়ছিল। পুলিশ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল।
ফায়ার স্টেশনের প্রধান চোই বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে অনেকে নারী। তাঁদের বয়স ২০ বছরের মধ্যে। যাঁরা পদদলিত হয়েছেন তাঁদের বেশির ভাগই সরু গলির মধ্যে ছিলেন।
এক নারী বলেন, তাঁর মেয়ে এক ঘণ্টারও বেশি সময় আটকে ছিল। পরে তাঁরা তাকে টেনে বের করেন।
সূত্র: সমকাল
আইএ/ ৩০ অক্টোবর ২০২২