ইউরোপ

দরিদ্র দেশগুলোতে ৫ লাখ টন খাদ্যশস্য সরবরাহে প্রস্তুত রাশিয়া

মস্কো, ৩০ অক্টোবর – তুরস্কের সহায়তায় রাশিয়া আগামী চার মাসে বিশ্বের দরিদ্র দেশগুলোতে ৫ লাখ টন পর্যন্ত খাদ্য শস্য সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। শনিবার দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভকে উদ্ধৃত করে এ তথ্য জানায় রুশ বার্তা সংস্থা তাস।

রাশিয়া বলেছে- জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো থেকে যেসব খাদ্যশস্য ছাড় হয়েছে, সেসবের অর্ধেকেরও বেশি চালান পশ্চিমা দেশগুলোতে গেছে। ইউক্রেন থেকে যাত্রা করা খাদ্যশস্য চালানের মাত্র ৩ শতাংশ বিশ্বের দরিদ্র দেশগুলো পেয়েছে।

গত ২২ জুলাই জাতিসংঘের সমর্থনে তুরস্কের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের অবরুদ্ধ বিভিন্ন বন্দরে আটকা কোটি কোটি টন খাদ্যশস্য বিশ্বের দরিদ্র দেশগুলোতে সরবরাহের পথ খুলে যায়। কিন্তু ইউক্রেনের বন্দর ছেড়ে আসা খাদ্যশস্যের বেশিরভাগই দরিদ্র দেশগুলোর পরিবর্তে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে গেছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৩০ অক্টোবর ২০২২

Back to top button