ক্রিকেট

সাকিবকে দুর্ভাগা মনে করেন শ্রীরাম

ঢাকা, ২৯ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে এখনো রানের দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম দিন নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়েছিলেন সীমানায় ছক্কা হাঁকাতে গিয়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১ রানেই ফিরতে হয়েছে এই অলরাউন্ডারকে। যদিও সেই আউটে রিভিউ নিলে আবারও ব্যাটিংয়ের সুযোগ পেতেন সাকিব। এ কারণে টাইগার অধিনায়ককে দুর্ভাগা বলছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন শ্রীরাম। সেখানে কথা বলার এক পর্যায়ে সাবেক ভারতীয় ক্রিকেটার জানালেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। নিউজিল্যান্ডে দারুণ একটা সিরিজ কাটিয়েছে সে। দুইটা দুর্দান্ত ইনিংস খেলেছে। এখানেও প্রথম ম্যাচে যে শট খেলেছে তা ১০০ বারের মধ্যে ৯৯ বারই ছক্কা হত।’

 

শ্রীরাম যোগ করেন, ‘কিন্তু সে দুর্ভাগা ছিল, ধরা পড়ে যায়। গত ম্যাচেও সে দুর্ভাগা ছিল, এলবিডব্লিউর বিপক্ষে রিভিউ নেয়নি অথচ বল আউটসাইড লেগ ছিল। সাকিবের মতো একজন গ্রেট ক্রিকেটার এভাবে দুইবার দুর্ভাগ্যের কারণে আউট হওয়াটা হতাশাজনক।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ অক্টোবর ২০২২

Back to top button