দেশে কোনো জঙ্গি নেই: ফখরুল
রংপুর, ২৯ অক্টোবর – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে কোনো জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র নির্বাচনি প্রচারণায়। যা গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন। কিন্তুএবার জঙ্গিবাদ অস্ত্র আর কাজে আসবে না।’
শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
যদিও বান্দরবান ও রাঙামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি সাঁড়াশি অভিযান চালিয়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ১০ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র্যাব।আটকদের মধ্যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ জন এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট’র (কেএনএফ) ৩ জন রয়েছেন। এ সময় র্যাব সীমান্তবর্তী একটি জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করেছে। ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সন্ত্রাসী গোষ্ঠীর পোশাক এবং অস্ত্র ও গোলাবারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
কিন্তু বিএনপি মহাসচিব বলছেন, ‘দেশে কোনো জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র। এই পুরনো অস্ত্র এবারের নির্বাচনি প্রচারণায় কাজে আসবে না। মানুষ বুঝে গেছে এসব সাজানো নাটক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ জানিয়েছে, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। মানুষের ভোটাধিকার নেই। বিরোধী মতের ওপর নির্যাতন, হামলা-মামলা করা হচ্ছে। গুম-খুন করা হচ্ছে। তাই এবার আর জঙ্গি অস্ত্র আর কাজে আসবে না।’
তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক মিডিয়া এই সমাবেশের দিকে তাকিয়ে আছে। সরকার নাকি জনগণকে ভয় পায় না। ভয় না পেলে গাড়ি কেন বন্ধ করতে হয়, কেন আমাদের নেতাদের গুলি করে মারে?’
ফখরুল আরও বলেন, ‘আওয়ামী সরকার গত ১৫ বছরে সব শেষ করে ফেলেছে। সব ক্ষেত্রে চুরি করেছে আওয়ামী লীগ। এমনকি আশ্রয়ণ প্রকল্পে চুরি করেছে। আমাদের ৬০০ নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। আলেম-ওলামাদের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। এদের কি আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়?’
সূত্র: যুগান্তর
আইএ/ ২৯ অক্টোবর ২০২২