শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে নামছে নিউজিল্যান্ড
সিডনি, ২৯ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে গতবারের রানারআপ নিউজিল্যান্ড ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলে দুই দলেরই অর্জনের খাতায় একটি করে জয়। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে কিউদের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অন্যদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে যান দাসুন শানাকারা।
রান রেটে গ্রুপ ‘১’-এর শীর্ষে আছে নিউজিল্যান্ড। তবে ছয় নম্বরে থাকা দলের সঙ্গে পার্থক্য মোটে ১ পয়েন্ট। সবার সামনে তাই সুযোগ আছে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। কিউইদের জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরছেন ড্যারিল মিচেল। ২০২১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার অন্যতম রূপকার ছিলেন এই ব্যাটার। মিচেলকে জায়গা দিতে একাদশের বাইরে সরে যেতে হচ্ছে মার্ক চাপম্যানকে।
অন্যদিকে চোটে একেবারে নাকাল অবস্থা শ্রীলঙ্কার। একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে এশিয়ার চ্যাম্পিয়নরা। এমনও ঘটেছে, একজন চোটে পড়ায় যাঁকে নেওয়া হয়েছে, তিনিও ছিটকে গেছেন চোট নিয়ে! চোট জেঁকে ধরলেও সাবেক চ্যাম্পিয়নদের চোখ সেমিফাইনালে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৯ অক্টোবর ২০২২