দুয়ারে সরকারে আরও দুটি পরিষেবা, পঞ্চায়েতের আগেই বড় ঘোষণা মমতার সরকারের
কলকাতা, ২৯ অক্টোবর – উৎসব প্রায় শেষ। ফের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হতে চলেছে। শুরু হতে চলেছে জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের সরকারি কর্মসূচিও। তৃণমূল সরকারের ঘোষিত দুয়ারে সরকার ফের শুরু হতে চলেছে। এবার দুয়ারে সরকারের যুক্ত করা হচ্ছে নতুন দুটি পরিষেবা। ১ নভেম্বর দুয়ারে সরকার শিবির ও পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প শুরু হচ্ছে।
জোড়া পরিষেবার সুবিধা দুয়ারে সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্যোগে দুয়ারে সরকার শুরু হয়েছিল একুশের ভোটে জিতে আসার পর। সেই থেকে মানুষকে আর সরকারের দুয়ারে আসতে হচ্ছে না। সরকার মানুষের দুয়ারে আসছে পরিষেবার ডালি সাজিয়ে। সেই পরিষেবার ডালিতে যুক্ত হতে চলেছে জোড়া পরিষেবা। এবার থেকে জমির পাট্টার আবেদনও করা যাবে দুয়ারে সরকারে। এছাড়া করা যাবে বিদ্যুৎ সংযোগের আবেদনও।
এক-আধটা নয় একাধিক পরিষেবা দুয়ারে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় আর সরকারি অফিসে গিয়ে সরকারি প্রকল্পে না নথিভুক্তকরণ বা কোনও জনকল্যাণমূলক পরিষেবা পেতে ছুটতে হয় না। সরকারি অফিসে না গিয়ে দুয়ারে সরকারে গেলেই পরিষেবা মেলে। সরকার পরিষেবার ডালি সাজিয়ে দুয়ারে এসে হাজির হয়, সেখানই মেলে পরিষেবা। এক-আধটা নয় একাধিক পরিষেবা মেলে দুয়ারে সরকার শিবিরে।
দুয়ারে সরকার ১ নভেম্বর শুরু হওয়ার আগে ঘোষণা আগামী দুয়ারে সরকার ১ নভেম্বর শুরু হওয়ার আগে পরিষেবা প্রদানের তালিকায় স্থান দেওয়া হয় জমির পাট্টার আবেদন ও বিদ্যুৎ সংযোগ প্রদানের আবেদনকে। এতদিন ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগে গিয়ে আবেদন করার পর পাট্টা মিলত। এখন পাড়ায় বা এলাকায় দুয়ারের সরকারের শিবিরে গেলেই সেই আবেদনের সুযোগ মিলে যাচ্ছে সাধারণের জন্য।
আবেদন করতে পারবেন নতুন জোড়া পরিষেবা পেতে জমির পাট্টা আবেদন ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করা যাবে এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। শুধু বিদ্যুৎ সংযোগের আবেদনই নয়, বকেয়া বিদ্যুৎ বিল মকুবের আবেদন ও পেমেন্টের সব সুযোগই মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। ১নভেম্বর থকে নতুন করে এই শিবির শুরু হতে চলেছে। সেখানেই পুরনো সব প্রকল্পে যেমন আবেদন করতে পারবেন, আবেদন করতে পারবেন নতুন জোড়া পরিষেবা প্রদানেরও।
পঞ্চমবার বসছে রাজ্য সরকারের দুয়ারে সরকার তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই নিয়ে পঞ্চমবার বসছে রাজ্য সরকারের দুয়ারে সরকার। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারের সরকারের সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানও করা হবে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে শেষ দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান শিবির হতে চলেছে এটা। এবার ভ্রাম্যমান সমাধান প্রকল্পেও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে খবর।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি
আইএ/ ২৯ অক্টোবর ২০২২