বলিউড

বলিউডের নির্মাতা শিব কুমার খুরানা মারা গেছেন

মুম্বাই, ২৮ অক্টোবর – বলিউডের প্রবীণ নির্মাতা ও প্রযোজক শিব কুমার খুরানা মারা গেছেন। ২৫ অক্টোবর মুম্বাইয়ের ব্রাহ্মা কুমারিস গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই নির্মাতা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তাদের পরিবার রেখে গেছেন।

‘মিট্টি অওর সোনা’, ‘ফার্স্ট লাভ লেটার’, ‘বদনাম’, ‘বাদকার’, ‘বদ নসিব’, ‘বে আব্রু’, ‘বেগুনা’, ‘জালসাজ’, ‘সোনা কি জাঞ্জির’ এবং ‘ইন্তেকাম কি আগ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন শিব কুমার।

 

প্রযোজক হিসেবেও কাজ করেছেন শিব কুমার। ‘দাগাবাজ’, ‘হাম তুম অওর ওহ’ এবং ‘আঙ্গ সে আঙ্গ লাগালে’- এই তিনটি সিনেমা প্রযোজনা করেন তিনি। শিব কুমার খুরানাই প্রথম চলচ্চিত্র নির্মাতা, যিনি বিনোদ খান্নাকে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন।

জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪-৫টার মধ্যে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় শিব কুমার খুরানার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বলিউডের প্রবীণ এই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা।

আইএ/ ২৮ অক্টোবর ২০২২

Back to top button