ইইউতে রপ্তানি ৭৫ শতাংশ বাড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে
ঢাকা, ২৮ অক্টোবর – ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড়ো বাণিজ্যিক অংশীদার, বাংলাদেশের মোট বাণিজ্যের ২৪ শতাংশ হয় ইইউ দেশগুলোর সঙ্গে। ইউনিয়নের ৩৫তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ, গত অর্থবছরে বাংলাদেশ ইইউ’র ২৭ দেশে ২৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে।
বাংলাদেশ থেকে ইইউ দেশগুলোতে রপ্তানি করা পণ্যের ৯০ শতাংশই তৈরি পোশাক। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই, এই সাত মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪৩.৩৮ শতাংশ বেড়ে ১৩.১৫ বিলিয়ন ডলার হয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান দপ্তরের (ইউরোস্ট্যাট) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপের এই রপ্তানি বাজার দ্রুতই বাড়ানো সম্ভব। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণের করা হলে এক লাফেই রপ্তানি ১৮ বিলিয়ন ডলার বাড়ানো যেতে পারে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এই গবেষণা পরিচালনা করেছে। ‘স্ট্রেংথেনিং বাংলাদেশ-ইইউ ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন: ইস্যুস অ্যান্ড পলিসি প্রায়োরিটিস’ শীর্ষক এ গবেষণায় সহযোগিতা করেছে ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং (এফইএস) বাংলাদেশ।
ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান বলেন, ইইউ সকল পরিস্থিতিতে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী। নতুন পণ্য উদ্ভাবন ও মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানিকারকরা আমাদের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে পারেন।
তিনি এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ অক্টোবর ২০২২