স্পটিফাইয়ের সক্রিয় গ্রাহক এখন ৪৫ কোটির বেশি
মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের ফ্রি ও পেইড দুই ভার্সনেই গ্রাহক বেড়েছে। তৃতীয় প্রান্তিকে গ্রাহক বৃদ্ধির হার বেশি। আর দেখা গিয়েছে স্ট্রিমিং প্লাটফর্মটি লাতিন আমেরিকা থেকেই বেশি গ্রাহক পেয়েছে। বর্তমানে স্পটিফাইয়ের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা ৪৫ কোটি ৬০ লাখ। ফ্রি ব্যবহারকারীদের সঙ্গে সঙ্গে বেড়েছে পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা। এর সংখ্যা বর্তমানে সাড়ে উনিশ কোটি। এ প্রান্তিকেই যুক্ত হয়েছে ৭০ লাখ নতুন সাবস্ক্রাইবার। আরো ১০ লাখ বাড়ার আশা করা হচ্ছে। সব মিলিয়ে বছরে এ বৃদ্ধির হার হবে ১৩ শতাংশ।
স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল ইয়েক বলেন, ‘ বৈশ্বিক ব্যবসার অবস্থা ভালো না কিন্তু আমাদের প্লাটফর্ম বৈশ্বিকভাবেই ভালো করছে। যুদ্ধ, অতিমারীর প্রভাব, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইনে সমস্যা নিয়ে জর্জরিত এ বছরে গ্রাহক ধরে রাখার পাশাপাশি গ্রাহক বৃদ্ধি হওয়ার বিষয়টিতে আমরা গর্ববোধ করি।’
আয় রোজগার নিয়েও কথা বলেন স্পটিফাইয়ের সিইও। তিনি বলেন, ‘স্পটিফাইয়ের আমেরিকার গ্রাহকদের সাবস্ক্রিপশন চার্জ বাড়ানো হবে। অ্যাপল মিউজিক ও ইউটিউব প্রিমিয়ামের বৃদ্ধি লক্ষ করে পরিকল্পনা করা হচ্ছে। লেবেল পার্টনারদের সঙ্গে মিলে কাজটি করা হবে।’
তবে এসব ভালো খবরের সঙ্গে খারাপ খবরও আছে। স্পটিফাইয়ের গ্রস মার্জিন কমে এসেছে। স্পটিফাইয়ের অপারেটিংয়ের ক্ষতি প্রায় ২২৮ মিলিয়ন ইউরো। এর হিসাব অনুসারে তৃতীয় প্রান্তিকের ক্ষতি ১৯ দশমিক ৪ কোটি ইউরো। তবে স্পটিফাই মনে করে চতুর্থ প্রান্তিকে তারা ক্ষতি কাটিয়ে উঠবে।
এটি আশা করছে চতুর্থ প্রান্তিকে এর আয় দাঁড়াবে ৩ দশমিক ২ বিলিয়ন ইউরো। অপারেটিং খরচ যাবে ৩০ কোটি ইউরো। সে হিসেবে স্পটিফাইয়ের ভয়ের কিছু নেই বললেই চলে। ব্যবসা করে যেতে পারবে প্লাটফর্মটি।
আইএ/ ২৮ অক্টোবর ২০২২