সরকারের পতন পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি: খসরু
ঢাকা, ২৭ অক্টোবর – শুধু ডিসেম্বরই নয়, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে যুবদল নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ।
তিনি বলেন, বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবেনাা।
এ সময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সভাপতি মামুন হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ অক্টোবর ২০২২