ইউরোপ

লাইভ শোতেই মারা গেলেন জনপ্রিয় রেডিও জকি

লন্ডন, ২৭ অক্টোবর – লাইভ শো চলাকালে ব্রিটেনে জনপ্রিয় এক রেডিও জকির মৃত্যুর হয়েছে। তার নাম টিম গফ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।

গত সোমবার স্থানীয় সময় সকাল ৭:৫০ মিনিটে ‘জেনএক্স রেডিও’ এর সকালের একটি অনুষ্ঠান লাইভ করার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে টিম গফের।

জানা গেছে, ইংল্যান্ডের সাফলক শহরের লেকফর্ড গামের নিজের বাড়ি থেকেই ওই অনুষ্ঠান পরিচালনা করছিলেন টিম গফ। তিনি একজন জনপ্রিয় রেডিও জকি ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে এই কাজে নিয়োজিত ছিলেন টিম গফ।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৭ অক্টোবর ২০২২

Back to top button