রোসোর ঝড়ো সেঞ্চুরিতে কঠিন লক্ষ্য বাংলাদেশের
সিডনি, ২৭ অক্টোবর – রাইলি রোসোর ঝড়ে অসহায় হয়ে পড়লেন বাংলাদেশের ব্যাটাররা। তিনি যখন আউট হয়েছেন, ততক্ষণে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০০ ছুঁইছুঁই। কুইন্টন ডি ককের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরিও তুলে নিয়েছেন রোসো। কুড়ি ওভারের ক্রিকেটে তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।
আজ (বৃহস্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন রোসো। বাঁহাতি এই ব্যাটারের ১০৯ রানের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে জিততে ২০৬ রান চাই বাংলাদেশের।
দেখার মতো এক ইনিংস খেললেন রোসো। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বল সীমানা ছাড়া করলেন তিনি। দাপুটে ব্যাটিংয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিও তুলে নেন বাঁহাতি ব্যাটার। এটি আবার তার টানা দ্বিতীয় টি-টোয়েন্টি শতক।
শুরু থেকেই তাসকিন-মিরাজদের শাসন করছেন রোসো। চার-ছক্কার ফুলঝুড়িতে করেছেন উপভোগ্য ব্যাটিং। ৫২ বলে পূরণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছাতে হাঁকিয়েছেন ৭ চারের সঙ্গে ৭ ছক্কা। যদিও ৮৮ রানেই বিদায় নিতে পারতেন এই ব্যাটার। কিন্তু তাসকিনের বলে ক্যাচটা হাতে জমাতে পারেননি হাসান মাহমুদ। অবশেষে তাকে ফেরান সাকিব আল হাসান। লিটন দাসের হাতে ধরা পড়ার আগে ৫৬ বলে খেলেন ১০৯ রানের ইনিংস। যাতে ছিল ৭ চারের সঙ্গে ৮ ছক্কার মার।
অবশেষে জুটি ভাঙলেন আফিফ
অবশেষে উইকেট পেলো বাংলাদেশ। প্রথম ওভারের পর দ্বিতীয় সাফল্য পেতে অপেক্ষায় থাকতে হলো ১৫তম ওভার পর্যন্ত। আফিফ হোসেন ভেঙেছেন রাইলি রোসো-কুইন্টন ডি ককের জুটি। এই স্পিনারের বলে আউট হয়েছেন ডি কক। তবে তার আগে গড়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড জুটি।
প্রথম ওভারেই তাসকিনের উইকেট
দুর্দান্ত তাসকিন আহমেদ। আবারও প্রথম ওভারে উইকেট উদযাপন করলেন তিনি। নেদারল্যান্ডস ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুতে সাফল্য এনে দিলেন এই পেসার। তার বলে আউট হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।
আজ (বৃহ্স্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৫৮ রান।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ওভারে জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন। আজও তার বারুদে বোলিংয়ে উইকেট পেতে অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। বাভুমাকে ফিরিয়ে এনে দেন উইকেট। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক ধরা পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফেরার আগে বাভুমা ৬ বলে করেন ২ রান।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৭ অক্টোবর ২০২২