শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক আজ
ঢাকা, ২৭ অক্টোবর – শ্রম ইস্যুতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে আজ বৃহস্পতিবার বসতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এ বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সচিব পদমর্যাদার অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জোস ডব্লিউ ফার্নান্দেজ। বৈঠকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২৬-এর যে রোডম্যাপ রয়েছে, তা বাস্তবায়নে জোর দেবে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের মাঝামাঝি দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিতীয় অর্থনৈতিক পরামর্শক সভায় শুধু শ্রম বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ বৈঠকের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক হতে যাচ্ছে। নির্বাচনের আগে কোনোভাবেই নতুন করে শ্রম অধিকার নিয়ে সমালোচনা শুনতে চায় না ঢাকা। সেই সঙ্গে খাতটিতে এ সময়ে কোনো প্রকার অসন্তোষ চায় না সরকার।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে প্রথম বৈঠক হওয়ায় এটি ভার্চুয়ালি করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তাঁরা ঢাকায় এলে বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখবে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবে- বিষয়টি এখনই চাচ্ছে না ঢাকা। এটিকে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরিচিত হওয়ার মাধ্যমে ভার্চুয়ালি বৈঠকটি কাটিয়ে দিতে চায় বাংলাদেশ। তাই ঢাকা সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে নিরুৎসাহিত করে প্রথম বৈঠকটি ভার্চুয়ালি করার বিষয়ে জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা দুর্ঘটনার আগে থেকেই বাংলাদেশে কর্মপরিবেশ, শ্রমের মান ও শ্রম অধিকার নিয়ে সরব যুক্তরাষ্ট্র। এ দুটি দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ শুল্ক্ক ছাড় সুবিধা জিএসপি স্থগিত হয়। আগামী জাতীয় নির্বাচনের আগে গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন, সমাবেশ করার অধিকার, মতামত প্রকাশের স্বাধীনতা, পুলিশের বলপ্রয়োগ, গণতান্ত্রিক পরিবেশসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। আর এখন এগুলোর পাশাপাশি দেশে শ্রম অধিকারের বিষয়ে জোর দিচ্ছে ওয়াশিংটন।
সূত্র: সমকাল
আইএ/ ২৭ অক্টোবর ২০২২